আইসিটি শীট - ICT Sheet
HSC ICT Sheet
একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এস এম আইসিটি একাডেমি কর্তৃক প্রকাশিত আইসিটি বিষয়ের এক্সক্লুসিভ নোট (ICT Sheet)

প্রথম অধ্যায়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত

দ্বিতীয় অধ্যায়
কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং

তৃতীয় অধ্যায় : ১ম পার্ট
সংখ্যা পদ্ধতি

আইসিটি কি সত্যিই কঠিন?
একাদশ-দ্বাদশ শ্রেণির অধিকাংশ শিক্ষার্থীদের কাছেই এক ভয়ের নাম আইসিটি। কিন্তু কেন? আইসিটি কি সত্যিই কঠিন?
উত্তর হচ্ছে- না। একদমই না, মোটেও না। তাহলে কেন অনেক শিক্ষার্থীদের কাছে এক ভয়ের নাম আইসিটি?
কারণ, তারা আইসিটি কে কঠিন ভাবে নিচ্ছে এবং কঠিন ভাবেই শিখছে। সহজভাবে বলতে গেলে তারা যেখান থেকে আইসিটি শিখছে সেখানে কঠিন ভাবে শেখানো হচ্ছে, সহজ বিষয়টাকে কঠিন করা হচ্ছে। সত্যি বলতে আইসিটি এতো কঠিন না।
সুন্দর ও সহজ ভাবে বুঝতে পারলে আইসিটি খুবই সহজ। প্রথমেই ধরকার প্রতিটি অধ্যায়ের ব্যাপারে স্পষ্ট ধারনা, প্রতিটি টপিকের বেসিক থেকে আলোচনা, প্রতিটি টপিকের গুছানো শীট। সবকিছু যখন একসাথে পাওয়া যায় তখনই শিক্ষার্থীদের কাছে আইসিটি হয়ে উঠে এক মজার সাবজেক্ট। ঠিক যেমনটা হয়ে থাকে এস এম আইসিটি একাডেমির শিক্ষার্থীদের কাছে।
এস এম আইসিটি একাডেমি একটি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান, যেখানে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে প্রাইভেট পড়ানো হয়।
গোছানো শীটের মাধ্যমে প্রতিটি অধ্যায়ের স্পষ্ট ধারনা নিয়ে একদম সহজভাবে আইসিটি শেখার এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে এস এম আইসিটি একাডেমি।
একাডেমিতে ভর্তি হতে এখানে ক্লিক করুন।
যোগাযোগ : এস এম শরীফ

আইসিটি শিখুন সহজভাবে…
সুন্দর ও সহজভাবে আইসিটি শিখতে আজই ভর্তি হোন SM ICT Academy তে।










