গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
Q. ডেটা কী?
A. ডেটা শব্দটি ল্যাটিন শব্দ Datum এর বহুবচন। ডেটা শব্দের অর্থ উপাত্ত। তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতম অংশসমূহকে ডেটা বলে।
Q. তথ্য বা Information কাকে বলে?
A. ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বা Information বলে।
Q. ডেটাবেজ কী?
A. Data শব্দের অর্থ উপাত্ত এবং Base শব্দের অর্থ সমাবেশ। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি কে ডেটাবেজ বলে।
Q. ফিল্ড কী?
A. ডেটাবেজের ডেটার আইটেমকে ফিল্ড বলে। ফিল্ড হলো ডেটা টেবিলের কলামের শিরোনাম।
Q. রেকর্ড কী?
A. ডেটা টেবিলের একটি রো বা সারিকেই রেকর্ড হিসেবে বিবেচনা করা হয়। পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ডকে একত্রে রেকর্ড বলে।
Q. ডেটা হায়ারার্কি কী?
A. ডেটাবেজ থেকে শুরু করে ফাইল, রেকর্ড, ফিল্ড, বাইট, বিটের ধারাবাহিক সংগঠনকে ডেটা হায়ারার্কি বলে।
Q. এনটিটি কাকে বলে?
A. কোন ডেটাবেজের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সমস্ত রেকর্ড ব্যবহার করা হয় তাকে এনটিটি বলে।
Q. এনটিটি সেট কাকে বলে?
A. একই জাতীয় এনটিটিকে এনটিটি সেট বলে।
Q. এট্রিবিউট কাকে বলে?
A. একটি এনটিটি এর বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সমস্ত ফিল্ড বা আইটেম বা উপাদান ব্যবহার করা হয় তাকে এট্রিবিউট বলে।
Q. ভ্যালু কাকে বলে?
A. প্রত্যেকটি এট্রিবিউট এর যে মান থাকে তাকে ভ্যালু বলে।
Q. ‘কী বা কী ফিল্ড’ কাকে বলে?
A. যে ফিল্ডের ভিত্তিতে কোন টেবিল বা ফাইলের রেকর্ড সনাক্ত করা হয় তাকে কী বা কী ফিল্ড বলে।
Q. ‘প্রাইমারি কী’ কাকে বলে?
A. ডেটা টেবিলের যে ফিল্ডের মানসমূহ দ্বারা একটি রেকর্ডকে অন্যান্য রেকর্ড থেকে সম্পূর্ণ আলাদা করা যায় সেই ফিল্ডকে প্রাইমারী কী বলা হয়।
Q. ‘কম্পোজিট প্রাইমারি কী’ কাকে বলে?
A. দুই বা ততোধিক ফিল্ড এর সমন্বয়ে গঠিত কী কে কম্পোজিট প্রাইমারি কী বলে।
Q. ‘ফরেন কী’ কাকে বলে?
A. রিলেশনাল ডেটাবেজের ক্ষেত্রে একটি টেবিলের প্রাইমারি কী অন্য ডেটা টেবিলের সাধারণ কী হিসেবে ব্যবহৃত হয় তাহলে ঐ কী-কে ফরেন কী বলে।
Q. ডেটাবেজ সফটওয়্যার কাকে বলে?
A. যে সফটওয়্যারের সাহায্যে কোন ডেটা সংরক্ষণ করে প্রয়োজনানুসারে ঐগুলো সাজানো বা অন্য কোন কাজে লাগানো যায় তাকে ডেটাবেজ সফটওয়্যার বলে।
Q. ডেটাবেজ মডেল বা সংগঠন কাকে বলে?
A. ডেটাবেজ মডেল হলো ডেটাবেজ সার্ভারে ডেটার সংগঠন।
Q. ডেটাটাইপ কাকে বলে?
A. ডেটার ধরনকে ডেটাটাইপ বলে।
Q. সর্টিং কী?
A. সর্টিং হলো ডেটা টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত ফিল্ড অনুসারে সাজানো।
Q. ইন্ডেক্সিং কাকে বলে?
A. ডেটাবেজের টেবিলের রেকর্ডসমূহের অ্যাড্রেসকে কোন লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে ইনডেক্সিং বলে।
Q. ডেটাবেজ রিলেশন কাকে বলে?
A. একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্ককে ডেটাবেজ রিলেশন বলে।
Q. ক্যুয়েরি কী?
A. ডেটাবেজে এক বা একাধিক টেবিলে সংরক্ষিত বিপুল পরিমাণ ডেটা থেকে প্রয়োজনীয় যেকোনো সংখ্যক ডেটাকে দ্রæত বা খুব সহজে খুঁজে বের করা, প্রদর্শন করা বা ছাপানোর কার্যকরী পদ্ধতিকে কুয়েরি বলে।
Q. ক্যুয়েরি ভাষা কী?
A. যে ভাষার সাহায্যে ক্যুয়েরী করা হয় তাকে ক্যুয়েরী ভাষা বলে।
Q. ডেটা সিকিউরিটি কী?
A. অনাকাঙ্খিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাত থেকে ডেটাবেজকে নিরাপত্তা দেওয়ার পদ্ধতি কে ডেটা সিকিউরিটি বলে।
Q. ডেটা এনক্রিপশন কী?
A. ডেটা এনক্রিপশন হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে প্লেইন টেক্সট কে সাইফার টেক্সট এ রূপান্তর করে ডেটাবেজের নিরাপত্তা দেওয়া হয়।
Q. ডেটা ডিকশনারি কী?
A. ডেটা ডিকশনারি হলো ভান্ডার যেখানে ডেটা ফ্লো ডায়াগ্রামের সকল উপাদান ও ডেটা স্ট্রাকচারের ব্যাখ্যা থাকে।
Q. সিজার কোড কী?
A. সিজার কোড হলো অন্যতম সহজতর এবং বিশ্বজুড়ে অধিক ব্যবহৃত এনক্রিপশন পদ্ধতি।
Q. ডেটাবেজ অবজেক্ট কী?
A. ডেটাবেজ টেবিল, ক্যুয়েরি, ফরম, রিপোর্ট, ম্যাক্র এবং মডিউলস হলো ডেটাবেজ অবজেক্ট।
Q. কর্পোরেট ডেটাবেজ কী?
A. যে ডেটাবেজের সাহায্যে প্রয়োজনীয় সকল তথ্য একটি সার্ভার কম্পিউটারে সংরক্ষণ করা হয় এবং তা বিভিন্ন টার্মিনালে অ্যাকসেস করার জন্য বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে কর্পোরেট ডেটাবেজ বলে।
Q. ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ কী?
A. ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণকারী সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত একটি ডেটাবেজ সিস্টেম।
Q. ওয়েব এনাবল ডেটাবেজ কী?
A. যে ডেটাবেজ ইন্টারনেটের সুবিধাযুক্ত যেকোনো স্থান থেকে সাধারণ ওয়েব ইন্টারফেসের মাধ্যমে যেকোনো প্ল্যাটফরমে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকসেস করা যায় তাকে ওয়েব এনাবল ডেটাবেজ বলে।
Q. ফরম কী?
A. ফরম এক ধরনের অবজেক্ট যা প্রাথমিকভাবে ডেটাবেজে কোনো ইনপুট বা ডেটা প্রদর্শনের ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়।
Q. ডেটাবেজ অ্যাডমিনেস্ট্রেটর কে?
A. যে ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের ডেটাবেজ পরিচালনা, নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যবস্থাপনামূলক কাজ করে তাকে ডেটাবেজ অ্যাডমিনেস্ট্রেটর বলে।