ব্যান্ডউইথ – Bandwidth
ব্যান্ডউইথ :- ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পীড বা ব্যান্ডউইথ বলে।
ব্যান্ডউইথ এর প্রকারভেদ :-
- ন্যারো ব্যান্ড
- ভয়েস ব্যান্ড
- ব্রড ব্যান্ড
গতি :-
- ন্যারো ব্যান্ড : 45 bps – 300 bps
- ভয়েস ব্যান্ড : 1200 bps – 9600 bps
- ব্রড ব্যান্ড : 1 Mbps থেকে বেশি।
ব্যবহার :-
- ন্যারো ব্যান্ড : ধীর গতি ডেটা স্থানান্তরের ক্ষেত্রে, টেলিগ্রাফ।
- ভয়েস ব্যান্ড : টেলিফোন, কম্পিউটার থেকে প্রিন্টার, কার্ড রিডার থেকে কম্পিউটার এবং কিবোর্ড থেকে কম্পিউটার।
- ব্রড ব্যান্ড : ফাইবার অপটিক ক্যাবল, কো-এক্সিয়াল ক্যাবল, মডেম, রেডিও লিংক, মাইক্রোওয়েব, স্যাটেলাইট, ব্লু-টুথ, ওয়াই-ফাই, ওয়াই-ম্যাক্স।